
বাংলালিংকের ৮৫০ কোটি টাকার ফাঁকি!
বাংলালিংকের ৮৫০ কোটি টাকার বেশি ফাঁকি বের হয়েছে । বিটিআরসির করা অডিটে এই পাওনা দাবির কথা বলা হচ্ছে। যদিও এই অডিট প্রতিবেদন অনুযায়ী আনুষ্ঠানিকভাবে পাওনা
বাংলাদেশের নতুন গেম কথা টা শুনলেই মনে হয় না জানি কেমন হবে বা গেম টা রিলিজ হবে কিনা বা গেম টা আমার মোবাইলে খেলা যাবে কিনা।
কিন্তু আসলে আপনারা কি জানেন যে বাংলাদেশের নতুন অনেক গেম রিলিজ হয়েছে। যে গেমগুলো অলরেডি প্লে স্টোরে রিলিজ হয়েছে এবং সেই গেম গুলোই ১ লক্ষ, ৫ লক্ষ এমনকি ১০ থেকে ৫০ লক্ষ মানুষও ডাউনলোড করে খেলছে।
হ্যাঁ আমি জানি এটা শুনার পর হয়তোবা আপনারা অনেকেই অবাক হয়ে গিয়েছেন, যে আসলে বাংলাদেশি গেম এত মানুষ ডাউনলোড করে খেলছে এটা কি করে সম্ভব?
হ্যাঁ পাঠক সবই সম্ভব আমাদের বাংলাদেশেও অনেক ভালো ভালো ডেভলপার আছে যারা কিনা আপনাদের জন্য দিনরাত খেটে ভালো ভালো গেম তৈরি করেছে।
তো তার মধ্যে আমি বাংলাদেশের নতুন গেম থেকে বাছাই করে নিয়ে এসেছি আপনাদের জন্য, যেগুলো খেলার পরে আপনারা বলবেন যে গেম গুলো সবগুলোই অনেক ভালো।
আজকের পোস্ট এর টপিক অনুযায়ী বাংলাদেশের নতুন রিলিজ হওয়া ভালো গেমের তালিকা থাকবে।
তো সবকিছু মিলিয়ে আজকের পোস্টটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই আজকের এই পোস্টটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ার অনুরোধ করা হলো।
গেমটি প্রথমে রিলিজ করা হয়েছিল ২০২১ সালের দিকে, তো তখন থেকে এই গেমটিকে ডেভলপাররা ডে বাই ডে আপডেট করছে।
তো যখন প্রথম ২০২২ সালের শেষের দিকে আমি গেমটি ডাউনলোড করে খেলি, তখন গেমের মধ্যে অনেক প্রবলেম ছিল।
যার কারনে গেমটি আমি আনইন্সটল করে দিতে বাধ্য হয়েছিলাম।
তো ফাইনালি ২০২৩ সালে তারা এই গেমের মধ্যে নতুন আপডেট নিয়ে এসেছে, এবং এই গেমের মধ্যে অনেক কিছুই চেঞ্জিং এনেছে।
যেমন এই গেমের মধ্যে অনেক বাগ ছিল সেগুলো তারা ফিক্সড করেছে, অনেক ধরনের প্রবলেম ছিল সেগুলো তারা ঠিক করেছে।
তাছাড়া গেম এর গ্রাফিক্সের কথা যদি বলি, তাহলে বলবো গ্রাফিক্স অসম্ভব ভালো ছিল গেমটির।
এবং সেই সাথে এবং কন্ট্রোল আগে থেকে অনেক ইমপ্রুভ করেছে গেমটির ডেভলপাররা।
তো এই বাংলাদেশের নতুন গেম এ আপনারা ব্যাটল রয়েল মুড দেখতে পারবেন।
টিডিএম মোড ও দেখতে পারবেন।
বাংলাদেশের নতুন এই গেমটিতে আপনি চাইলে টিডিএম মোড ও খেলতে পারেন এবং ব্যাটেল-রয়েল মোড ও খেলতে পারেন।
আর এই গেমটিতে পাবজি ফ্রী ফায়ার এর মতো বিভিন্ন maps আছে যেগুলো আপনারা পরিবর্তন করে গেমটি খেলতে পারবেন।
সেই সাথে পাবজি ফ্রী ফায়ার এর মত এনিমিদের সাথে ফাইটও করতে পারবেন। তো অভারাল সবকিছু মিলিয়ে এই গেমটি ১০ এ ৭ দেওয়াই যায়।
তাই চাইলে আপনি এই গেমটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করে খেলতে পারেন।
বাংলাদেশের নতুন গেম *ব্যাটল মোবাইল বাংলাদেশ* ডাউনলোড করার জন্য আপনার ফোনের প্লে স্টোরে গিয়ে *ব্যাটল মোবাইল বাংলাদেশ* লিখে সার্চ করেই খুব সহজেই গুগল প্লে স্টোর থেকে গেমটি ইন্সটল করে নিতে পারেন।
শুনলে অবাক হবেন বাংলাদেশের নতুন গেম টি তৈরি করেছে শুধুমাত্র একজন developer যেটা শোনার পরে আমার অবিশ্বাস্য মনে হয়েছিল।
কিন্তু যখন আমি এই গেমটি নিয়ে গুগলের রিসার্চ করলাম তখন সব কিছু ক্লিয়ার হলাম এবং সিওর হইলাম যে আসলে হ্যাঁ এই গেমটি শুধুমাত্র একজন ডেভলপার দ্বারা ডেভলপ হয়েছে।
গেমটির গেম প্লেয়ার ব্যাপারে যদি কিছু বলতে হয় তাহলে বলব এই গেমের গেম প্লে ছিল অসম্ভব সুন্দর এবং অনেক স্মুথ।
আর এই গেমটি যখন আমি নিজে আমার ফোনে ইন্সটল করে খেলি তখন একটু অবাকই হয়ে গেছিলাম কারণ এত সুন্দর একটি গেম কিভাবে একজন ডেভলপার দ্বারা তৈরি করা সম্ভব।
তো এটি একটি জম্বি গেম যেখানে আপনাকে সার্ভাইব করতে হবে এবং মিশন কমপ্লিট করতে হবে।
গেমটিতে আপনাকে বিভিন্ন ধরনের মিশন দিবে-হতে পারে একটি লাকেজের মিশন সেই মিশনটিতে আপনাকে একটি লাখের কালেক্ট করতে হবে হাজারো জম্বি কিল করে।
আরো পাবেন আউটডোর মিশন এবং ইন্ডোর মিশন, মূলত এই মিশন গুলো কমপ্লিট করেই আপনাকে লাগেজ গুলো কালেক্ট করতে হবে। আর এই মিশন গুলো কমপ্লিট করতে হলে আপনাকে অনেক ডেঞ্জারাস সিচুয়েশনের মধ্যে দিয়ে সবকিছু হ্যান্ডেল করতে হবে।
যেমন গেমটিতে যখন আপনি মিশন কমপ্লিট করবেন সেখানে বিভিন্ন ধরনের জোম্বি থাকবে তাদেরকে আপনাকে মারতে হবে।
আর যদি তাদেরকে মারতে না পারেন তাহলে তারা আপনাকে মেরে ফেলবে।
আর এখানে আরো একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যখন আপনি জম্বি গুলোকে মারবেন তখন আপনাকে নির্দিষ্ট পরিমাণ কিছু কয়েন দিবে সেই কয়েন গুলো দিয়ে আপনি গান আপডেট করতে পারবেন।
এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনে সেগুলো দিয়ে আপনি ফাইট করতে পারবেন জম্বিদের সাথে।
বাংলাদেশের নতুন গেম ল্যান্ড অফ জম্বি গ্রাফিক্স এর কথা যদি বলতে হয় তাহলে বলব মোটামুটি ভালই ছিল।
তাই আপনি চাইলেই বাংলাদেশের নতুন এই গেমটি ডাউনলোড করে খেলতে পারেন।
গেমটি গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে তাই চাইলেই গুগল প্লে স্টোর থেকে গেমটি ডাউনলোড করে নেওয়া যাবে।
ডিসেম্বর মাস মানে একটু টানটান উত্তেজনা যেই সময় আমাদের দেশ স্বাধীন হয়েছিল।
যদিও ডিসেম্বর মাস চলে গেছে কিন্তু তারপরও আমাদের মধ্যে এই জিনিসটা রয়েই গেছে।
তো বাংলাদেশের নতুন গেম এর তালিকায় তৃতীয় নাম্বারে যে গেমটি রয়েছে তা তো আপনারা অলরেডি জেনেই গিয়েছেন?
তো এটি একটি মুক্তিযোদ্ধা গেম এবং ১৯৭১ সালকে বেস করেই এই গেমটি তৈরি করা হয়েছে।
তো এই গেমের গ্রাফিক্সের কথা যদি বলতে হয় তাহলে বলবো গেমটি অনেক আগের হলেও নতুন করে আপডেট দেওয়ার ফলে গ্রাফিক্স অনেক ভালো এবং খেলা যাচ্ছে আগে চাইতে অনেক ইসমুদলি।
এছাড়াও গেমের কন্ট্রোলিং বলেন মেকানিস বলেন সবকিছুই অনেক ভালো করেছে।
এই গেমের মধ্যে আপনার যে ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টার এর মাধ্যমে আপনাকে আপনার গ্রামকে সেভ করতে হবে,আপনার গ্রামের মানুষজনকে সেভ করতে হবে।
মানে এক কথায় বলতে গেলে এই গেম এর মধ্যে আপনার যে ক্যারেক্টার থাকবে সেটি হল দেশকে স্বাধীন করার ক্যারেক্টার।
এছাড়াও এই গেমের মধ্যে বিভিন্ন মিশন আছে সেগুলি কমপ্লিট করার মাধ্যমেই এই গেমটি আপনাকে শেষ করতে হবে।
আর বাংলাদেশের নতুন গেম হিসাবে এই গেমটি অনেক প্রশংসা পেয়েছে, আর গুগল প্লে স্টোর থেকে প্রায় ১০ মিলিয়ন মানুষ গেমটি ডাউনলোডও করেছে।
ডাউনলোড এর সংখ্যা শুনেই হয়তোবা বুঝতে পারছেন যে গেমটি কতটা ভালো হয়েছে, তাই আপনারা যারা মুক্তিযোদ্ধা গেম পছন্দ করেন তারা চাইলে এই গেমটি ট্রাই করতে পারেন।
আমাদের বাংলাদেশের নতুন গেম এর লিস্টে নাম্বার থ্রিতে যে গেমটি রয়েছে এই গেমটি আমাদের সকলেরই কমবেশি সুপরিচিত একটি গেম।
যদিও এই গেমটির সাথে আমাদের এখনো অনেকেরই পরিচিত হয়নি, তবে সবারই কার্টুন দিয়ে পরিচিত হয়েছিল এটা বলাই বাহুল্য।
আর এর কারণ যারা অনেক আগে থেকেই কার্টুন দেখেন স্পেশালি এখন যাদের বয়স ৩০ থেকে ৪০ বছর হয়ে গিয়েছে।
তারা যখন ছোট ছিল তখন কিন্তু তারা কাটুন দেখতো বাসায় বসে তাও আবার বিটিভিতে, আর তখন একটা জনপ্রিয় কার্টুন সিরিজ হত আর সেই কার্টুন টার নাম ছিল মিনা কার্টুন।
আর সেই মিনা কার্টুনকেই বেস করে এই গেমটি তৈরি করা হয়েছে। এবং মিনা কাটুন এর সেই গ্রামের অবস্থা এই গেমের মধ্যে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
কিভাবে একটি গ্রামের মেয়ে একটি পুরো গ্রামের মধ্যে সারভাইভ করবে, তাছাড়া তাদের যেটা পরিবেশ সেটা কিভাবে মানিয়ে নিবে, সেই সব কিছুই এই গেমের মধ্যে তুলে ধরা হয়েছে।
এক কথায় বলতে গেলে গ্রামের ঐতিহ্য এবং পরিবেশ সবকিছু এই গেমের মধ্যে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে।
এছাড়াও গেমটির মধ্যে আপনি মিনা ক্যারেক্টার নিয়ে স্কুলে যেতে পারবেন সারা গ্রাম ঘুরতে পারবেন, এবং বিভিন্ন ধরনের মিশন কমপ্লিট করতে পারবেন।
মূলত এই গুলো করেই এই গেমটি আপনাকে কমপ্লিট করতে হবে বা খেলতে হবে।
আর আপনারা জানেন কি জানিনা এই গেমটি অলরেডি দশটা কান্ট্রির মধ্যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে রিলিজ করা হয়েছে।
আর এই গেমটি এখন পর্যন্ত গুগল প্লে স্টোর থেকে ৫০ লক্ষেরও বেশি বার ডাউনলোড করা হয়ে গিয়েছে।
তাই আপনারা যারা গ্রামের গেম গুলো পছন্দ করেন তারা ডেফিনেটলি এই গেমটি ট্রাই করবেন।
আমাদের বাংলাদেশের নতুন গেম এর মধ্যে সাকসেসফুল যদি কোন গেম বলি তাহলে সেই তালিকায় বাস সিমুলেটর বাংলাদেশ গেমের নাম থাকবে না এটা হতেই পারে না।
এই গেমটি খুবই কম সময়ে অনেক জনপ্রিয়তা পেয়েছে সেই সাথে অনেক বেশি ডাউনলোড হয়ে গেছে গুগল প্লে স্টোর থেকে।
আর এই সম্পূর্ণ জিনিসটাই ঘটেছে গেমের ফিডব্যাক এর জন্য আর এর কারণ এই গেমের ডেভলপাররা খুবই একটিভ এবং ডে বাই ডে তারা এই গেমটিকে আপডেট করছে।
এবং গেম এর মধ্যে নতুন নতুন জিনিস নিয়ে আসছে, আর মূলত এই কারণেই এই গেমটি পুরো ওয়ার্ল্ডের মধ্যে বেশ সাড়া পাচ্ছে।
আর এই গেমটি জনপ্রিয়তা পাওয়া মানেই আমাদের বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরা।
এমন কথা বলছি কারণ যেহেতু বাস সিমুলেটর বাংলাদেশ গেমের নাম তাই গেমের ম্যাপটি ও বাংলাদেশের ই।
তাই যারা বিভিন্ন কান্ট্রির লোক আছেন তারা যখন এই গেমটি খেলবেন তখন আস্তে আস্তে তারা বাংলাদেশটিকে চিনতে শুরু করবে বা চিনতে পারবে।
এছাড়াও বাংলাদেশের ম্যাপ রোড গাড়ি ইত্যাদি সবকিছুই তারা আস্তে আস্তে দেখতে পারবে।
তো এই গেমটি যদি আমার পার্সোনাল মতামত থাকে তাহলে আমার কাছে বেশ ভালো লেগেছে বিশেষ করে বাংলাদেশের নতুন গেম হিসাবে।
আর গেমের কন্ট্রোলের কথা বলতে গেলে স্মুথ কন্ট্রোল এবং সেই সাথে গ্রাফিক্স ও বেশ মনমুগ্ধকর, এবং এই গেমের যে নির্মাতা তারা ডে বাই ডে অনেক গেম বাংলাদেশের রিলিজ করেই চলেছে।
আর আরেকটি অবাক করা বিষয় হচ্ছে তারা এ পর্যন্ত যে কয়টি গেম রিলিজ করেছে সব কয়টি মোটামুটি সাকসেসফুল হয়েছে।
তাই আপনাদের মধ্যে যারা বাস গেম পছন্দ করেন এবং বাস গেম লাভার তারা অবশ্যই ডেফিনেটলি এই গেমটি একবার হলেও ট্রাই করবেন। এবং সেই সাথে এই গেমিং কোম্পানি কেউ সাপোর্ট করবেন।
তো এই ছিল আমাদের বাংলাদেশের নতুন গেমের তালিকা।
আজকের গেমের তালিকার বাইরে ও বাংলাদেশ তুমুল জনপ্রিয় গেম পাবজি এবং ফ্রী ফায়ার, তাই আপনি যদি pubg এবং ফ্রি ফায়ার এ টপ-আপ করতে চান তাহলে নিচের ওয়েবসাইট থেকে করতে পারেন।
সর্বশেষ কথা:- আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সারাদিন ফ্রি ফায়ার এবং পাবজি নিয়ে ব্যস্ত থাকেন।
তাদেরকে বলব এগুলো খেলবেন পাশাপাশি আমাদের বাংলাদেশী গেম ও একটু খেলবেন।
কারণ আমরা যদি আমাদের গেম কেই সাপোর্ট না করি তাহলে আমরা উন্নতির পথে কিভাবে যাব বলুন।
যাইহোক বাংলাদেশের নতুন গেম গুলোর মধ্যে কোন গেমটি আপনার সবচাইতে বেশি ভাল লেগেছে তা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন।
আজকের মত এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো আর্টিকেলে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ।
বাংলালিংকের ৮৫০ কোটি টাকার বেশি ফাঁকি বের হয়েছে । বিটিআরসির করা অডিটে এই পাওনা দাবির কথা বলা হচ্ছে। যদিও এই অডিট প্রতিবেদন অনুযায়ী আনুষ্ঠানিকভাবে পাওনা
মন্তব্য লিখুন