১২০ বছর ধরে জ্বলছে এই বাতি!

১২০ বছর ধরে জ্বলছে এই বাতি!

একটি বাতি ১২০ বছর ধরে জ্বলছে! শুনতে অবিশ্বাস্য হলেও সত্য যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লিভারমোর ফায়ার সার্ভিস স্টেশনে থাকা একটি বাতি ১২০ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে জ্বলছে। কার্বন ফিলামেন্টের তৈরি বাতিটি (লাইট বাল্ব) মাঝখানে কেবল লোডশেডিংয়ের কারণে বন্ধ হয়েছিল।
১৯০১ সালে ফায়ার সার্ভিস স্টেশনের গ্যারেজের দরজার পেছনে লাগানো হয়েছিল বাতিটি। সুনির্দিষ্ট তারিখ জানা না গেলেও বাতিটি লাগানোর উদ্দেশ্য ছিল, অন্ধকারে গ্যারেজে থাকা দমকল কর্মীদের সরঞ্জাম দ্রুত খুঁজে পাওয়া। তবে মজার বিষয় হচ্ছে, ধীরে ধীরে বাতিটি দমকল কর্মীদের কাছে শুভ কামনার প্রতীক হয়ে উঠে। আর তাই আগুন নেভানোর সরঞ্জাম নিয়ে অভিযানে যাওয়ার আগে দমকল কর্মীরা বাতিটি দোলাত।
লিভারমোরের ওই ফায়ার স্টেশনের অবসরপ্রাপ্ত উপপ্রধান টম ব্র্যামেল বলেন, ‘হ্যাঁ, এটি একটি বাতি মাত্র। এটি দেখতে বাতি ছাড়া কিছু নয়। এই বাতি দমকল কর্মীদের ১২০ বছরের ইতিহাসের কথা বলে। এটি সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা কাজ করছে।’
১৯৭২ সালে সবচেয়ে প্রাচীনতম বাতির স্বীকৃতি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম লিখিয়েছে বাতিটি। পরে ১৯৭৬ সালে বাতিটি লিভারমোরেরই আরেকটি ফায়ার সার্ভিস স্টেশনে স্থানান্তর করা হয়। ব্যাটারি ব্যাকআপ সংযোগ থাকায় এটি নিরবচ্ছিন্নভাবে এখনো জ্বলছে। এমনকি বিদ্যুৎ চলে গেলেও।
ঐতিহাসিক বাতিটি দেখতে প্রতিদিনই ফায়ার সার্ভিস স্টেশনটিতে জার্মানি, জাপান, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা আসছেন।
Source: প্রথম আলো

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন।

মোহাম্মদ ফিরোজ

এই লেখক এই সাইটে অন্যদের সাথে কিছু শেয়ার করতে আগ্রহী নাও হতে পারে.

1 টি মন্তব্য ”১২০ বছর ধরে জ্বলছে এই বাতি!

  1. মুহাম্মদ ফিরোজ
    January 28, 2023 12:07 pm

    Test Comment

ফেইসবুকে আমরা

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার ( রাত ১:২০ )
  • ১২ই ডিসেম্বর, ২০২৩ ইং
  • ২৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
  • ২৮শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ ( হেমন্তকাল )