
১২০ বছর ধরে জ্বলছে এই বাতি!
একটি বাতি ১২০ বছর ধরে জ্বলছে! শুনতে অবিশ্বাস্য হলেও সত্য যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লিভারমোর ফায়ার সার্ভিস স্টেশনে থাকা একটি বাতি ১২০ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে জ্বলছে।
মুসলিম, বিবাহ, ও তালাক(রেজিষ্ট্রীকরণ)আইন,-১ঌ৭৪,মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯ এবং বিশেষ বিবাহ আইন, ১৮৭২ এ প্রচলিত আইনেও বিবাহের যে বিধান করা হয়েছে বিবাহের ক্ষেত্রে তা আমাদের জন্য মানা বাধত্যতা মূলক।কোর্ট ম্যারেজ করার পর যদি কাজীর মাধ্যমে বিবাহ নিবন্ধন না করা হয়, তা হলে আইনগত কোনো ভিত্তি থাকে না।আবার এর ধর্মগত ভিত্তিও নেই। কোর্ট ম্যারেজ বিয়ের একটি ঘোষণা মাত্র। বৈধ উপায়ে বিয়ে করে কাজীর কাছ থেকে নিবন্ধন করিয়ে নিয়ে তবেই কেউ ‘কোর্ট ম্যারেজ’ বা অ্যাফিডেভিট করতে পারেন। নিবন্ধন বা কাবিননামা যদি না থাকে, তবে অ্যাফিডেভিটে আইনগত অধিকার আদায় করা কোনোভাবেই সম্ভব নয়। আর এভাবে বিবাহ করে যারা একত্রে বসবাস করে বা করছে তাদের সে বিবাহ বৈধ নয় । প্রত্যেক ধর্মে বিবাহের কিছু নিয়ম কানুন আছে কোর্ট ম্যারেজের ক্ষেত্রে তার সামান্যতমও পালন করা হয় না । আবার বিবাহের ক্ষেত্রেও বাংলাদেশের প্রচলিত আইনের বিধান কোর্ট ম্যারেজে মাধ্যমে পালন করা হয়না । আর তাই কোর্ট ম্যারেজের মাধ্যমে যারা সংসার করছে তাদের সম্পর্ক বৈধ নয়। আর তাই কোন সময় দাম্পত্য কলহ দেখা দিলে বা সন্তানের বৈধতা বা উত্তরাধিকার চাইলে কোর্ট ম্যারেজের মাধ্যমে প্রতিকার পাওয়ার সম্ভাবনা নাই। তালাক, শাস্তি এবং অন্যান্য যেহেতু কোর্ট ম্যারেজ বা আদালতে বিবাহ কোন বিবাহ না সেটা ধর্ম বা আইন যেভাবেই বলা হোক না কেন তাই এতে তালাকের কোন কথাই আসেনা । উপরন্তু কেউ যদি এই পদ্ধতিতে বিবাহ করার পর সঠিক সময়ে কাজীর মাধ্যমে নিবন্ধন না করে তাহলে তার শাস্তিও হতে পারে । এ সমন্ধে মুসলিম বিবাহ-ও-তালাক-(রেজিষ্ট্রীকরণ)-আইন,-১ঌ৭৪-এর৫ ধারা অনুযায়ী: (১) নিকাহ নিবন্ধক কর্তৃক অনানুষ্ঠিত প্রত্যেক বিবাহ এই আইনের অধীনে রেজিষ্ট্রীকরণের উদ্দেশ্যে তাহার নিকট এইরূপ বিবাহ অনুষ্ঠিত করিয়াছেন এমন ব্যক্তি কর্তৃক প্রতিবেদন পেশ করিতে হইবে। (২) যে কেহ (১) উপ-ধারার বিধান লংঘন করিলে সে তিন মাস পর্যন্ত বর্ধনযোগ্য মেয়াদের বিনাশ্রম কারাবাসে বা পাঁচশত টাকা পর্যন্ত বর্ধনযোগ্য জরিমানায় বা উভয়বিধে শাস্তিযোগ্য হইবেন। আমদের তাই আইনী প্রতিকার পেতে এবং সামাজিক শান্তির জন্য বিবাহের মত একটি সামাজিক কাজকে আরো সামাজিক করতে ধর্ম এবং আইন উভয় মেনে বিবাহ করা উচিত । সবার ভিতর এ সচেতনতা কাজ করুক । লেখকঃ আইন বিশ্লেষক ও কলামিস্ট, ইমেইলঃ mdnurunnobiislam379@gmail.com লেখকের ব্যক্তিগত মতামতের জন্য পত্রিকা কোন ভাবেই দায় নিবে না।
একটি বাতি ১২০ বছর ধরে জ্বলছে! শুনতে অবিশ্বাস্য হলেও সত্য যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লিভারমোর ফায়ার সার্ভিস স্টেশনে থাকা একটি বাতি ১২০ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে জ্বলছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ছিলেন মেধাবী মেহেদী হাসান খান। কিন্তু শিক্ষকরা বলেছিলেন, _ মেডিকেল কলেজ ছেড়ে দেওয়া উচিত মেহেদীর। কারণ,,, ডাক্তারির পড়াশুনা বাদ দিয়ে, দিন-রাত এক
মন্তব্য লিখুন